পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিধানসভায় সুইডেন সংসদের প্রতিনিধি দল - state legislature

By

Published : Feb 28, 2020, 11:23 AM IST

গতকাল রাজ্য বিধানসভা ঘুরে দেখল সুইডিশ পার্লামেন্টের দশ সদস্যের প্রতিনিধি একটি দল । বিধানসভার অধিবেশন কক্ষ ছাড়াও বিধানসভার চত্বর ঘুরে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা । এর পাশাপাশি রাজ্যে নিযুক্ত তাঁদের উপরাষ্ট্রদূতের দপ্তর থেকে আধিকারিকরাও সঙ্গে এসেছিলেন । দুপুর আড়াইটে নাগাদ বিধানসভা এসে তাঁরা রাজ্যের মন্ত্রী এবং অধ্যক্ষ সহ বিরোধী দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সুইডেনের সাংসদ এবং প্রাক্তন মন্ত্রীদের বিধানসভা ঘুরে দেখার মধ্যে তাৎপর্য রয়েছে । দেশের সব রাজ্যের বিধানসভার থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা যথেষ্ট সমৃদ্ধ, এই দাবি করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, দুই দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক বিষয় নিয়ে কথা হয়েছে আলোচনায়। সুইডিশ সাংসদরা যথেষ্ট খুশি রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে।

ABOUT THE AUTHOR

...view details