পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dilip Ghosh : সাংবাদিকের প্রতি শুভেন্দুর বিরূপ মন্তব্য ব্যক্তিগত, মত দিলীপের - চটি চাটা চ্যানেল

By

Published : Oct 23, 2021, 6:50 PM IST

সাংবাদিকদের প্রতি তাঁর ব্যক্তিগত কোনও ক্ষোভ নেই ৷ তবে কেউ যদি সাংবাদিকদের প্রসঙ্গে কোনও বিরূপ মন্তব্য করেন, তাহলে সেটা একেবারেই তাঁর নিজস্ব বিষয় ৷ শনিবার নদিয়ার শান্তিপুরে এসে একথা বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ উল্লেখ্য, শুক্রবার শান্তিপুরে কর্মিসভার পর ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নে মেজাজ হারান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে ‘চটি চাটা চ্যানেল’ বলে কটাক্ষ করেন তিনি ৷ শনিবার শুভেন্দুর সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ এই প্রতিক্রিয়া দেন ৷ পাশাপাশি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী বাবুল সুপ্রিয়কে ‘ব্যাঙ’ বলেও কটাক্ষ করেন তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details