পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিধানসভা ভোট দ্বিমুখী নয়, ত্রিমুখী লড়াই হবে, দাবি সূর্যকান্তর - বিধানসভা ভোট 2021

By

Published : Feb 8, 2021, 1:34 PM IST

"বাংলায় দুই যুযুধান দল খেলা হবে বলে হুঙ্কার দিচ্ছে সবাই । কিন্তু বিধানসভা ভোট দ্বিমুখী নয়, ত্রিমুখী লড়াই হবে ।" হাওড়া সাঁকড়াইলের বাম-কংগ্রেসের যৌথ সভা থেকে বললেন বাম পরিষদীয় দলনেতা সূর্যকান্ত মিশ্র । তিনি আরও বলেন, "যারা সরকারে আছে তারা দরকারে নেই । যারা দরকারে আছে তাদের সরকারে চাই । এই বিকল্পকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details