আমরা পাঁচিল তোলা ও পাঁচিল ভাঙার বিরুদ্ধে : সূর্যকান্ত - আমরা পাঁচিল তোলা ও পাঁচিল ভাঙার বিরুদ্ধে
বিশ্বভারতীর পাঁচিল ভাঙা প্রসঙ্গে তৃণমূল ও BJP-কে কটাক্ষ করলেন সূর্যকান্ত মিশ্র । বলেন, " বিশ্বভারতীর উপাচার্য যে ওখানে পাঁচিল তোলার সিদ্ধান্ত নিয়েছে আমরা তার বিরুদ্ধে । আমরা জানি উপাচার্য কোথা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে । RSS-এর সঙ্গে কী সম্পর্ক জানা আছে । আর তার প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের বিধায়ক, নেতারা পাঁচিলটাকে ভাঙার পাশাপাশি গেটও ভেঙে দিয়েছে । রবীন্দ্রনাথ বিশ্বভারতীতে পাঁচিল তোলার বিপক্ষে ছিলেন । আমরা পাঁচিল তোলা এবং পাঁচিল ভাঙা দুইয়েরই বিপক্ষে ।" দেখুন ভিডিয়ো...