গুরু নানকের জন্মদিনে শান্তির বার্তা রাজ্যপালের - সুপ্রিম কোর্টের অযোধ্যার রায় গুরু নানকেরই মূলমন্ত্র : রাজ্যপাল
আজ বরানগরে গুরু নানকের 550তম জন্মদিন উপলক্ষ্যে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ছিলেন তাঁর স্ত্রীও ৷ দেশের শান্তি স্থাপনের ক্ষেত্রে গুরু নানকের বাণী আজও সমান প্রাসঙ্গিক ৷ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরু নানকের চিন্তাধারা বাস্তবায়িত করা উচিত । প্রার্থনা সভায় এসে এমনটাই মন্তব্য করেন তিনি ৷ দেখুন ভিডিয়ো ৷
TAGGED:
E TV BHARAT