পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Sukanta criticises Mamata : বাংলার মা বোনদের অপমান করেছেন মুুখ্যমন্ত্রী, আক্রমণ সুকান্তর - sukanta majumder says mamata banerjee insulted the mothers and sisters of bengal

By

Published : Dec 13, 2021, 9:55 PM IST

"মুখ্যমন্ত্রী গোয়া যাওয়ার আগে বাংলার মা বোনেদের অপমান করে গেছেন । বাংলার মা ও বোনেদের জন্য পাঁচশো টাকা আর গোয়ার জন্য পাঁচ হাজার টাকা ৷ বাংলার মহিলারা এটা মেনে নেবেন না ৷" ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder criticses the promises of Mamata Banerjee for Goa )। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ আর গোয়াকে দুয়োরানি এবং সুয়োরানির মতো ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী । তারকেশ্বর মন্দিরে এসে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'গোয়াকে যদি উনি পাঁচ হাজার দিতে পারেন পশ্চিমবঙ্গেও পাঁচ হাজার করে দিন।' বারাণসীতে কাশী বিশ্বনাথ ধামের দ্বারোদঘাটন করেছেন প্রধানমন্ত্রী । নব্য কাশী ভব্য কাশী কর্মসূচির সেই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে পশ্চিমবঙ্গেও শিব সাধনা করছে বিজেপি । সেই কারণেই শৈবতীর্থ তারকেশ্বরে এসে অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি । আর সেখানেই মুখ্যমন্ত্রীর গোয়া সফর-সহ একাধিক ইস্যুতে মুখ খুললেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details