Sukanta Majumdar : কৃষ্ণ কল্যাণীর দলবদলে বিজেপির ক্ষতি হবে না, দাবি সুকান্তর - কৃষ্ণ কল্যাণী
বুধবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কৃষ্ণ কল্যাণী ৷ তাঁর ভোলবদল নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টিকে পাত্তা দিতে রাজি হননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন জলপাইগুড়িতে আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ সেখানে সুকান্ত বলেন, নিজের কোনও উদ্দেশ্য পূরণের জন্যই দলবদল করেছেন সুকান্ত ৷ প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন কৃষ্ণ কল্যাণী ৷ বিজেপির টিকিটে রায়গঞ্জের বিধায়কও হন তিনি ৷ কিন্তু, বুধবার ফের পুরনো দলে ফেরেন কৃষ্ণ কল্যাণী ৷ তবে তাতে বিজেপির কোনও ক্ষতি হবে না বলেই দাবি সুকান্তর ৷