Jangipur Assembly Election: ভোটের দিন নৌকাবিহারে সুর সাধনা জঙ্গিপুরের বিজেপি প্রার্থীর - TMC
খোশ মেজাজে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুজিত দাস ৷ ভোটের দিন জঙ্গিপুরের গঙ্গার ঘাটে নৌকায় বসে গান গাইতে শোনা গেল তাঁকে ৷ বৃহস্পতিবার সকাল থেকে জঙ্গিপুরে নির্বাচন চলছে ৷ সকালে নিজের ভোট দিতে গিয়ে প্রতিপক্ষ তৃণমূলের জাকির হোসেনের সঙ্গে দেখা হয় ৷ দুই প্রার্থী নিজেদের মধ্যে সেখানে সৌজন্য বিনিময় করেন ৷ এর পর সেখান থেকে বেরিয়ে সোজা জঙ্গিপুরে গঙ্গারঘাটে চলে যান ৷ নৌকায় করে মাঝ নদীতে ঘুরতে দেখা যায় তাঁকে ৷ সেই সঙ্গে চলে সুর সাধনা ৷ জানালেন গত চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন জঙ্গিপুরে ৷ তাই জয় নিয়ে তিনি আশাবাদী ৷ সেই কারণেই ভোটেরদিন বুথে বুথে না ঘুরে, নৌকাবিহারে বেরিয়েছেন ৷