Sujan Chakraborty : "সীমান্তের পাচারকারীরা সব নবান্নে-কালীঘাটে বসে আছে", তৃণমূলকে তোপ সুজনের - cpim
শুক্রবার নানুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে এসে তৃণমূলকে একহাত নিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ৷ দলীয় কর্মীর মৃত্যু নিয়ে এদিন তিনি অনুব্রত মণ্ডলকে একপ্রকার হুঁশিয়ারি দেন ৷ সিতাইয়ে বিএসএফের গুলিতে গোরু পাচারকারীদের মৃত্যুর ঘটনায় এদিন তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন," বিএসএফের ভূমিকা কোনও অংশেই ভাল নয় ৷ গুজরাতে বিএসএফএফ এলাকা কমানো হচ্ছে ৷ এই রাজ্যে বাড়ানো হচ্ছে কেন ? এটা তো ঠিক নয় ৷ বিএসএফ থাকা সত্ত্বেও রোজ পাচার হচ্ছে ৷ দিদিমণি বলছেন কারা পাচারের সঙ্গে যুক্ত তিনি জানেন ৷ তাহলে তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন ? পাচারকারীরা নিশ্চয়ই সব নবান্নে-কালীঘাটে বসে আছে ৷"