পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জ্বলল টায়ার, ছাত্র বিক্ষোভে উত্তপ্ত মুর্শিদাবাদ

By

Published : Jul 25, 2021, 1:23 PM IST

উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হতে না পেরে স্কুলের সামনে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা । বিক্ষোভ দেখাতে গিয়ে আগুনে পুড়ে আহত দুই ছাত্র । পাশ করলেও নম্বর কম পাওয়ার এই অভিযোগে বিক্ষোভে সামিল হয়েছিল উত্তীর্ণ পড়ুয়ারাও । স্কুলে আটকে রাখা হয় প্রধান শিক্ষক ও সহ-শিক্ষকদের । শনিবার বিকেলের এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় হরিহরপাড়া স্বরূপপুর উচ্চ বিদ্যালয় । খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ, হরিহরপাড়া স্বরূপপুর উচ্চ বিদ্যালয়ের মোট 206 জন ছাত্র-ছাত্রীর মধ্যে মাত্র 133 জন পাশ করেছে । তাঁদের দাবি, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে অনেকেই ফেল করেছে । বিক্ষুব্ধ পড়ুয়ারা এদিন স্কুলের সামনে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ।

ABOUT THE AUTHOR

...view details