দক্ষিণেশ্বরে হীরালাল কলেজে ছাত্রী বিক্ষোভ ; দেখুন ভিডিয়ো - দক্ষিণেশ্বরে হীরালাল কলেজে ছাত্রী বিক্ষোভ ; দেখুন ভিডিয়ো
দক্ষিণেশ্বরের হীরালাল মহিলা কলেজের ছাত্রী বিক্ষোভ । কলেজের ফি বৃদ্ধি, অনিয়মিত ক্লাস সহ একাধিক ইশুতে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তারা ৷ ছাত্রীদের অভিযোগ, অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে তিনি বিভিন্ন শর্ত দেন ৷ কলেজের পুরুষ কর্মীদের একাংশ তাদের সঙ্গে অশালীন আচরণ করে ৷ কলেজের গেটে ছাত্রীরা বিক্ষোভ দেখায় ৷ অন্যদিকে, কলেজের অধ্যক্ষ ডঃ সোমা ঘোষ জানান, ছাত্রীদের দাবির বেশিরভাগটাই মিটিয়ে দেওয়া হবে বলা হয়েছিল । কিন্তু তা সত্ত্বেও কলেজের মহিলা ও পুরুষ কর্মীদের মারধর করে ছাত্রীরা ৷ উত্তেজিত ছাত্রীরা কলেজের নোটিশ বোর্ড ও অধ্যক্ষের ঘরের দরজার কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ । পরে কলেজে যায় বেলঘড়িয়া থানার পুলিশ । দেখুন ভিডিয়ো...