পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Malda students Agitation :দ্রুত ক্লাসরুম চালুর দাবিতে গান বেঁধে পথে নামল পড়ুয়ারা - Malda students agitates for opening the classrooms

By

Published : Jan 28, 2022, 5:37 PM IST

স্কুল খোলার দাবিতে গান বেঁধে পথে নামল পড়ুয়ারা (Malda students agitates for opening the classrooms )। তাদের দাবিকে সমর্থন জানিয়ে পথে শিক্ষক-শিক্ষিকারাও। শুক্রবার দুপুরে পথচলতি মানুষজনও সমর্থন জানালেন খুদেদের এই দাবিকে ৷ দ্রুত স্কুল খোলার দাবিতে শিক্ষকদের সঙ্গে আজ চাঁচলের মহকুমাশাসককে স্মারকলিপিও জমা দেয় পড়ুয়ারা ‘চাই না আর গুগল জুম, আমরা চাই স্কুল ক্লাসরুম…’। মাইকে কচি গলায় শোনা গেল এমনই গান ৷ হাতে স্কুল খোলার দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে বসে পড়ে বেশ কিছু পড়ুয়া। সঙ্গে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরাও। পড়ুয়াদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছে শিক্ষা বাঁচাও কমিটিও। সংগঠনের চাঁচল মহকুমা সম্পাদক ঝন্টুকুমার রবিদাস বলেন, “কোভিডের মধ্যেও এখন সমস্ত কিছুই খুলে গিয়েছে । শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ করে রাখা হয়েছে। তাই প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ক্লাসরুম খোলার দাবিতে আজ আমরা পড়ুয়াদের এই আন্দোলনের পাশে রয়েছি। বিক্ষোভে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষিক-শিক্ষিকারা শামিল হয়েছেন। আজ আমরা মহকুমাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিজেদের দাবি জানাতে চাই। অবিলম্বে ক্লাসরুম না খোলা হলে আমরা আরও বড় আন্দোলনে নামব।”

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details