সকাল থেকেই ফাঁকা দুর্গাপুর, বন্ধ সমস্ত বাজার - people are responding positively
রাজ্যে 50 হাজার ছুঁইছুঁই কোরোনা আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার । আজ তার প্রথম দিন । সকাল থেকেই সুনসান দুর্গাপুর । বন্ধ ছোটো, বড় সমস্ত বাজার । দুধের দোকান ও ওষুধের দোকান ছাড়া বন্ধ সমস্ত দোকানও ।