যশ : প্রবল জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়া শুরু দিঘায় - storm situation and high tide in digha
রাজ্যে ভ্রুকুটি হানছে যশ ৷ দিঘা থেকে যশের দূরত্ব এখন মাত্র 100 কিলোমিটার ৷ মৌসম ভবন আগেই জানিয়েছিল , যশের প্রভাবে রাজ্যের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দুই মেদিনীপুর ৷ এদিকে, গতকাল থেকেই দিঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ৷ সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়ছে উপকূলবর্তী এলাকাগুলিতে ৷ কার্যত যেন যশের তান্ডব শুরু হয়েছে দিঘা, শঙ্করপুর, তাজপুর, চাঁদিপুর, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ৷
Last Updated : May 26, 2021, 8:14 AM IST