ফুঁসছে ইছামতী, তুমুল ঝড়-বৃষ্টি টাকি-সন্দেশখালিতে - Cyclone amphan
প্রবল ঝড় সন্দেশখালি ও টাকিতে ৷ আমফানের প্রবেশের পরই বাড়ল ঝড়ের গতি ৷ প্রায় দ্বিগুণ গতিতে বইছে হাওয়া, পাল্লা দিয়ে মুষলধারে চলছে বৃষ্টি ৷ ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি ৷ অন্যদিকে জোয়ারের জলে ফুঁসছে ইছামতী নদী ৷ এরইমাঝে প্রাণের ঝুঁকি নিয়ে কিছু মানুষ টাকির পাড়ে মাটি কোপাচ্ছেন ৷ দেখুন ভিডিয়ো.....