পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রাজনৈতিক নেতারা ভাশুর ঠাকুর, এদের নিয়ে কম আলোচনাই শ্রেয় : অভিজিৎ চৌধুরি - State Task Force doctor Abhiijt Chowdhury

By

Published : Jul 8, 2020, 1:57 PM IST

Updated : Jul 8, 2020, 4:30 PM IST

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের টাস্কফোর্সের সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরি । বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি তিনি । কোরোনার এই পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত কি না তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি রাজনৈতিক নেতাদের ভাশুর-ঠাকুর বলে কটাক্ষ করেন । বলেন , " ভাশুর-ঠাকুর নিয়ে কম আলোচনা করাই ভালো । তাদের নিয়ে যা ভাবনা- চিন্তা তা মনের অন্তরে রাখাই ভালো । আমি একজন সমাজকর্মী , স্বাস্থ্যকর্মী , সরকারি কর্মী । সুতরাং রাজনৈতিক কোনও আলোচনায় যেতে আমি রাজি নই । "
Last Updated : Jul 8, 2020, 4:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details