পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হাওড়া স্টেশনে আটকে পড়া যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করল রাজ্য সরকার

By

Published : May 16, 2021, 10:13 AM IST

ভিনরাজ্য থেকে হাওড়ায় পৌঁছে স্টেশনেই আটকে থাকা যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করল রাজ্য সরকার ৷ কার্যত ফাঁকা হাওড়া স্টেশনে গত রাতের দূরপাল্লার ট্রেনে নামেন বেশ কিছু যাত্রী ৷ অন্যান্য দিনের মতো ব্যস্ততা নেই স্টেশন চত্বরে ৷ রবিবার সকালের হাওড়া স্টেশনের চিত্র অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ ভিন্ন । হাওড়া ব্রিজ, ট্যাক্সি স্ট্যান্ড কার্যত শূন্য । গোটা স্টেশন চত্বরে রয়েছে হাওড়া সিটি পুলিশের কড়া নজরদারি । রাতে দূরপাল্লার ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছে আটকে গিয়েছিলেন বেশ কিছু যাত্রী । যেহেতু বাস, লোকাল ট্রেন, লঞ্চ পরিষেবা ও ট্যাক্সি বন্ধ রয়েছে তাই কীভাবে নিজেদের গন্তব্যে পৌঁছবেন তাই নিয়ে কার্যত চিন্তায় পড়েছিলেন তাঁরা । তারপর এদিন সকাল ন'টা নাগাদ তাঁদের জন্য বাসের ব্যবস্থা করা হয় সরকারি উদ্যোগে ৷ কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলায় এই বিশেষ বাস পরিষেবা দেওয়া হল । দূরপাল্লার যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা বলে জানানো হয়েছে সরকারি তরফে ।

ABOUT THE AUTHOR

...view details