তৃণমূল নেতা কুরবান শাহ খুনের ঘটনায় তদন্ত শুরু রাজ্য ফরেনসিক দলের - murder
পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহ খুন হয়েছিলেন 8 অক্টোবর রাতে ৷ অভিযোগের আঙুল ওঠে BJP নেতার দিকে ৷ আজ এই ঘটনার তদন্ত শুরু করল রাজ্য ফরেনসিক বিভাগ ৷ বিকেলে ভবানী ভবন থেকে দুই সদস্যর একটি দল মাইসোর গ্রামে যান ৷ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন ৷ নবমীর রাতে দলীয় কার্যালয়ে কুরবান শাহকে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করে ৷ এই প্রসঙ্গে কী বললেন ফরেনসিক দলের সদস্য ৷ দেখুন ভিডিয়ো...