খাদ্য দপ্তরের কোটি টাকা লুট করেছেন জ্যোতিপ্রিয় : রাজু বন্দ্যোপাধ্যায় - state food minister Jyotipriya Mallick
গান্ধি সংকল্প যাত্রায় বারাসতে এসে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করলেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "খাদ্য দপ্তরের কোটি কোটি টাকা লুট করেছেন জ্যোতিপ্রিয় ৷ আমরা ক্ষমতায় এলে প্রতিটি দুর্নীতির তদন্ত করব ৷ উপযুক্ত শাস্তি দেব ৷" BJP এই নেতার অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ জ্যোতিপ্রিয় ৷ রাজু বন্দ্যোপাধ্যায়কে পাগল বলে কটাক্ষ করেন তিনি ৷