দুর্নীতির বিরুদ্ধে বললে যদি BJP যোগের জল্পনা হয়, তাহলে তা দুর্ভাগ্যজনক : রাজীব
আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে নাম না করে হাওড়া জেলার নেতা-কর্মীদের একাংশকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ এরপর থেকে দলের অন্দরে গুঞ্জন শুরু হয় ৷ রাজীব কি তাহলে BJP-তে যোগ দিচ্ছেন ? শুরু হয় জল্পনা ৷ সেই জল্পনা উড়িয়ে দিলেন রাজীব নিজেই ৷ ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ''দুর্নীতির বিরুদ্ধে কথা বললে যদি BJP-র যোগের জল্পনা শুরু হয়, তাহলে তা দুর্ভাগ্যজনক ৷ আমি যা বলেছি, তা দুর্নীতির বিরুদ্ধে । দলনেত্রীও বরাবর দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন । আমার অবস্থান স্পষ্ট । শুধু ছোটো অপরাধী নয়, রাঘববোয়াল, রুই, চিংড়ি, ইলিশ, কাতলার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে ।'' দেখুন রাজীব বন্দ্যোপাধ্যায়ের ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকার...
Last Updated : Jul 15, 2020, 3:49 AM IST