পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Belur Math : ঐতিহ্য ও কোভিডবিধি মেনে বেলুড় মঠে পালিত হল জন্মাষ্টমী - পূজা

By

Published : Aug 31, 2021, 2:27 PM IST

ঐতিহ্য মেনে বেলুড় মঠে পালিত হল জন্মষ্টমীর অনুষ্ঠান ৷ নিয়ম মাফিক সোমবার রাতে মূল মন্দিরে শ্রীকৃষ্ণের পুজোর আয়োজন করা হয়েছিল ৷ কোভিডবিধি মেনেই তাতে অংশগ্রহণ করেন মঠের মহারাজ ও সন্ন্যাসীরা ৷ তবে অতিমারির কারণে এদিন সাধারণ দর্শকদের জন্য বন্ধ ছিল মঠের দরজা ৷ মঠের সদস্য স্বামী তত্ত্বসানন্দ জানিয়েছেন, জন্মাষ্টমী পালন বেলুড় মঠের বহু পুরনো রীতি ৷ প্রতি বছর এই পুজো দেখতে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড় ৷ কিন্তু, করোনা পরিস্থিতিতে সেটা আর এবার সম্ভব হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details