BJP ক্ষমতায় এলে পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হবে : বিজয়বর্গীয় - sp will be arrested
BJP ক্ষমতায় এলে উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হবে। কারণ তিনি দুষ্কৃতীকে আড়াল করে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা চাপা দিতে চাইছেন । দুষ্কৃতীকে মদত দেবার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করার হুমকি দিলেন BJP কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। আজ হেমতাবাদের প্রয়াত বিধায়কের দেবেন্দ্রনাথ রায়ের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপারকে কড়া সমালোচনা করেন BJP কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।