ক্ষমতায় এলে বীরভূম পুরুলিয়ার এসপিদের সম্পত্তি নিয়ে তদন্ত হবে : ভারতী - বীরভূম পুরুলিয়ার এসপিদের সম্পত্তি নিয়ে তদন্ত হবে
"বীরভূমের এসপি ফরফর করছিল, ভাবেনি বদলি হয়ে যাবে। এবার ঝাড়ু দিতে যাবে।" পাড়ুইয়ে দাঁড়িয়ে পুলিশকে এমন ভাবেই কটাক্ষ করলেন প্রাক্তন পুলিশ কর্তা তথা বিজেপির রাজ্য সভানেত্রী ভারতী ঘোষ। তিনি বলেন, "2021-এ ক্ষমতায় এলে বীরভূম, পুরুলিয়া সহ বেশকিছু জেলায় এসপিদের বিরুদ্ধে তদন্ত করা হবে। তাদের সম্পত্তির হিসেব চাওয়া হবে। কেন এসপিরা তৃণমূলের দালালি করবে।"এছাড়াও, নাম না করে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে "মোটা দাদা", "অক্সিজেন দাদা" বলে কটাক্ষ করেন ভারতী ঘোষ।