WB Bypolls : খড়দার মানুষ তাঁকেই জেতাবেন, আত্মবিশ্বাসী শোভনদেব - পশ্চিমবঙ্গ উপনির্বাচন
খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ সকাল সকাল ভোট কেন্দ্র ঘুরতে এসে জানালেন একটু ধীর গতিতে হলেও শান্তিপূর্ণভাবে ভোট চলছে ৷ কিন্তু তাঁর অভিযোগ কিছু বাইরের লোক এসে কোভিড-19 ভ্যাকসিনের দু'টি ডোজের সার্টিফিকেট না দেখালে ভোট দেওয়া যাবে না বলে বাধা দেওয়ার চেষ্টা করেছিল ৷ আর ওই কেন্দ্রে বিজেপি তাদের প্রতীকী চিহ্ন নিয়ে ঘুরছিল, যা আইনবিরুদ্ধ জানালেন তৃণমূল নেতা ৷ তবে তিনি নিশ্চিত যে মানুষ ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেস জিতবে এই বিধানসভা কেন্দ্র থেকে ৷