ডায়মন্ডহারবারে নদীবাঁধ পরিদর্শনে জেলাশাসক, ত্রাণ বিলি যশ দুর্গতদের - ডায়মন্ডহারবারের খবর
ডায়মন্ডহারবারে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন দক্ষিণ 24 পরগনার মহকুমাশাসক পি উলগানাথন । ঘূর্ণিঝড়ের প্রভাবে ডায়মন্ডহারবারে বেশ কয়েকটি জায়গায় নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গোটা এলাকা । নদীবাঁধগুলির মেরামতির কাজ কতটা অগ্রগতি পেয়েছে, সেই কাজ খতিয়ে দেখলেন মহকুমাশাসক ও জেলাশাসক । যে সব জায়গায় নদীবাঁধ ভেঙে গিয়েছে আগামী দিনে সেখানে স্থায়ী নদীবাঁধ তৈরির জন্য একটি প্রশাসনিক বৈঠকও করেন । বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার । হুগলি নদীর বেশ কয়েকটি নদীবাঁধ পরিদর্শনের পাশাপাশি যশ কবলিত মৎস্যজীবী পরিবারদের হাতে ত্রাণসামগ্রীও তুলে দেন জেলাশাসক । জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় পাকাপোক্ত নদীবাঁধ তৈরির প্রস্তুতি নিচ্ছে বলে জানান জেলাশাসক । দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে কোনওরকম সমস্যা নেই বলেও তিনি দাবি করেন ।