দামোদরে পুন্যস্নান করে কোরোনামুক্ত ভারতের প্রার্থনা সৌমিত্রর - সৌমিত্র খাঁ
মকর সংক্রান্তিতে দামোদরে পুণ্যস্নান করে কোরোনামুক্ত ভারতের প্রার্থনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ বলেন, "প্রার্থনা করুন মমতা বন্দোপাধ্যায়ের সরকারের অপসারণ হোক ৷ বাংলায় নতুন সূর্যোদয় হোক ৷" একই সঙ্গে দুর্গাপুর ব্যরেজ নিয়েও মন্তব্য করেন তিনি ৷ বলেন, "দুর্গাপুর ব্যারেজে আরও একটি রাস্তা যুক্ত সেতু তৈরির কথা আমি বলেছিলাম আর তা হবে । গেটগুলিও নতুন করে হবে ৷"