পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বাগনানে আটক সৌমিত্র খাঁ , প্রতিবাদে থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ BJP-র - Saumitra Khan

By

Published : Oct 29, 2020, 1:41 PM IST

বাগনানে BJP-র ডাকা বনধের সমর্থনে গিয়ে আটক BJP নেতা তথা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ । আজ বেলা 12টা নাগাদ তিনি বাগনানে আসেন । সেখানেই তাঁকে আটক করে হাওড়া গ্রামীণ পুলিশের বাগনান থানা । সৌমিত্র খাঁ বলেন , "এটা তালিবানদের সার্কাস চলছে । আমরা চাইছি, থানায় যাদের গ্রেপ্তার করে আনা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে । কারণ, বারবার একটা জায়গায় ঘটনা ঘটছে । এবার কিংকর মাঝিকে খুন করা হয়েছে । তৃণমূল কর্মীরা সন্ত্রাস করছে । " সৌমিত্র খাঁ-কে আটক করার পরেই থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন BJP কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details