অভিষেকের সভাস্থল খতিয়ে দেখলেন সৌমেন মহাপাত্র - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
আগামীকাল মারিশদা থানার দইসাই সংলগ্ন মাঠে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার আগেই সভাস্থল এবং সভামঞ্চের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এলেন পুলিশ আধিকারিক ও তৃণমূল নেতা সৌমেন মহাপাত্রসহ জেলা তৃণমূলের নেতারা । সভায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাড়তি নিরাপত্তা হিসাবে বসানো হয়েছে সিসিটিভি । জোর কদমে চলছে স্টেজ বাঁধার কাজ ।