রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ বেসরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে - রোগীর পরিবারকে মারধরের অভিযোগ
রোগী দেখাকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে। চলতি মাসের 24 তারিখ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে আকবর রোডের বাসিন্দা ধনবন্তী সিং (75), সিটি সেন্টারের বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । আজ তার দুই ছেলে অজয় সিং ও রতন সিং ডাক্তারের সঙ্গে কথা বলতে হাসপাতালের দোতলায় গেলে, নিরাপত্তারক্ষীরা তাঁদের মারধর করে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।