ঘুমোচ্ছিল চালক? বাস দুর্ঘটনায় আহত 17 - বাস দুর্ঘটনা
কুকড়াহাটি থেকে হলদিয়া আসছিল একটি বাস । চালক না কি ঘুমিয়ে পড়েছিলেন । আর তাতেই বিপত্তি । বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাছে । বাসের 17 জন যাত্রী আহত হন । তাঁদের মধ্যে গুরুতর আঘাত পেয়েছেন চালক সহ তিনজন । আজ বিকেলে হলদিয়া টাউনশিপের 17 নম্বর মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে । আহতরা হলদিয়া মহকুমা হাসাপাতালে চিকিৎসাধীন ।