কিছু প্রভাবশালী তৃণমূল নেতা সব ক্ষমতা ভোগ করে অন্য দলে চলে গিয়েছেন : ফিরহাদ - tmc leaders gone to other parties after enjoying all power
"কিছু প্রভাবশালী তৃণমূল নেতা সব ক্ষমতা ভোগ করে অন্য দলে চলে গিয়েছেন ৷ তাতে তৃণমূল কংগ্রেস দলের কোনও ক্ষতি হবে না । মমতা বন্দোপাধ্যায় আবারও কর্মীদের থেকেই নেতা তৈরি করে নেবেন যেমনটা 1998 সালে কংগ্রেস কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেস দল তৈরি করেছেন, যে দল সিপিআইএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিতে সক্ষম হয়েছিল "। আজ একথা বলেন ফিরহাদ হাকিম।