বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু জওয়ানের, কফিনবন্দী দেহ এল গ্রামে - নলহাটি থানার কলিঠা গ্রাম
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গ্রামের মানুষ তখন উৎসবের আনন্দে মগ্ন ছিল ৷ হঠাৎ সুর কাটল ৷ গ্রামের এক যুবকের কফিনবন্দী দেহ পৌঁছাল সেখানে । ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কলিঠা গ্রামে । আনন্দের দিনে গ্রামে বিষণ্ণতার সুর । জম্মু-কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কলিঠা গ্রামের সেনাকর্মী শ্রীকৃষ্ণ মণ্ডলের। সেনা বিভাগের টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে 2013 সালে ভারতীয় সেনাবাহিনীর টেকনিশিয়ান পদে যোগ দেন শ্রীকৃষ্ণ । গত বুধবার বাড়িতে খবর আসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে । আজ সেনাবাহিনীর কনভয়ে তাঁর দেহ কফিনবন্দী হয়ে গ্রামে আসে । তাঁকে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় সেনাবাহিনীর তরফ থেকে ।