ফুরফুরা শরিফের মাটিকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে, অভিযোগ সিদ্দিকুল্লার
ফুরফুরা শরিফের মাটিকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ সিদ্দিকুল্লার ৷ তিনি বলেন," 100 বছরের ফুরফুরা শরীফের ইতিহাসকে কলুষিত করা হচ্ছে। আর যারা ফুরফুরার মাটিকে রাজনৈতিক আখড়া তৈরি করার পরিকল্পনা করেছেন সেই অধিকার তাঁদের কেউ দেয়নি ।" বর্ধমানে বৃহস্পতিবার এসে এ কথা বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। সিদ্দিকুল্লা চৌধুরি বলেন, "ফুরফুরা শরিফ কোন দিন রাজনৈতিক মঞ্চ ছিল না। জমিয়তে উলামায়ে হিন্দের আমি রাজ্য কমিটির সভাপতি। কিন্তু আমার দল রাজনৈতিক দল নয় ।এটা সামাজিক দল। ফুরফুরা শরীফের 100 বছরের ইতিহাস আছে। সেখানে তাঁরা মানুষকে নামাজ, হজ, ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে। কেউ অসুস্থ হলে তাঁর সেবা করে থাকে । এতে মানুষ উপকৃত হয়। তাদের দ্বারা মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট হয়। সেই ট্র্যাডিশন এখনও আছে। যারা পুরনো দিনের মানুষ তারা এখনও সেটা করে আসছে। সেটা প্রশংসিত ।কিন্তু ফুরফুরার মাটিকে রাজনৈতিক মানচিত্র দিয়ে যে রাজনৈতিক আখড়া তৈরি করছে তাঁকে সে অধিকার কেউ দেয়নি । আমি দায়িত্ব নিয়ে বলছি সে পরের হাতে তামাক খাচ্ছে।"