SMC Election 2022 : প্রাক্তন কাউন্সিলরকে টিকিট দেয়নি শাসকদল, শিলিগুড়িতে বিক্ষোভ মহিলা তৃণমূল কর্মীদের - শিলিগুড়ি পৌরনিগম নির্বাচন
প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দফায় দফায় বিক্ষোভ বেড়েই চলেছে শাসকদলের অন্দরে । সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনের (SMC Election 2022) প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস । তারপর থেকেই একে একে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নেতারা এবং টিকিট না-পাওয়া প্রার্থীদের অনুগামীরা দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে । এবার শিলিগুড়ি পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সত্যজিৎ অধিকারীর পরিবর্তে সঞ্জয় প্রসাদকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস । আজ বিকেলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামে 40 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ৷ তাঁরা টাউন কমিটির সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান । অভিযোগ, 40 নম্বর ওয়ার্ডে এক বহিরাগতকে প্রার্থী করা হয়েছে ৷ সঞ্জয় প্রসাদকে কেউ চেনেন না । তাঁকে প্রার্থী করলে 40 নম্বর ওয়ার্ড থেকে পরাজিত হবে দল (protest over candidate of 40 no ward of siliguri municipal corporation) ৷