পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লকডাউনে কঠোর হাওড়া পুলিশ, নিয়ম ভাঙায় ওঠবোস - আরও কড়া হাওড়া পুলিশ

By

Published : Jul 29, 2020, 2:17 PM IST

কোরোনা সংক্রমণ রুখতে চলছে সাপ্তাহিক লকডাউন । সকাল থেকেই সুনসান হাওড়া ব্রিজ । ব্রিজে চলছে নাকা চেকিং । রাস্তাঘাট ফাঁকা । হাতে গোনা কয়েকটি গাড়ি ছাড়া যানচলাচলও বন্ধ । বন্ধ বাজার । চলছে পুলিশি নজরদারি, নাকা চেকিং । হাওড়ার বেশ কয়েকটি জায়গার অলিগলিতে লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখতে উড়ল ড্রোন । সাঁকরাইলের মানিকপুর এলাকায় লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনোয় কান ধরে ওঠবোস করাতে দেখা যায় । ডোমজুড় থানা এলাকায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । আটক করা হয়েছে একাধিক বাইকও ।

ABOUT THE AUTHOR

...view details