পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bankura After School Reopening : স্কুল খোলায় উচ্ছ্বাস বাঁকুড়ার স্কুলে - স্কুল

By

Published : Nov 16, 2021, 11:12 PM IST

ক্লাস ভর্তি ছাত্র-ছাত্রী ৷ রোল কল ৷ বহুদিন পর চেনা ছন্দে ফেরা ৷ করোনা বিধি মেনে আজ থেকে ফের খুলল স্কুলের দরজা ৷ গৃহবন্দী পড়ুয়ার দল যেন হাঁফ ছেড়েছে স্কুলের আঙিনায় পা রেখে ৷ এতদিন পর ফের স্কুল খোলায় ইউনিফর্ম পরা মাস্কে ঢাকা মুখগুলোও খুশিতে ডগমগ ৷ শুধু ওরাই নয়, ফের ছাত্র-ছাত্রী ভর্তি ক্লাসে ফিরতে পেরে কতটা খুশি তা একবাক্যে স্বীকার করলেন শিক্ষক-শিক্ষিকারাও ৷

ABOUT THE AUTHOR

...view details