Silver Seized in Murshidabad: সাইকেলের টায়ারে রুপো পাচারের চেষ্টা, ধরল বিএসএফ - silver seized by bsf India Bangladesh border in Mursপidabad
সাইকেলের টায়ারে করে অভিনব কায়দায় রুপো পাচার করতে গিয়ে বিএসএফের নজরে পাচারকারীরা (Silver Seized in Murshidabad)। বাংলাদেশ পাচারের আগে রুপোগুলিকে বাজেয়াপ্ত করা হয় ৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লাখ 72 হাজার 200 টাকা বলে এক বিবৃতিতে দাবি করা হয় বিএসএফের তরফে। যদিও,পাচারকারীরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চরভদ্র বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায়। বাজেয়াপ্ত রুপো জলঙ্গি থানার পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷