"প্রশাসনিক সভা নয়, সরকারি খরচে দলীয় সভা করেছেন মুখ্যমন্ত্রী" - ashok bhattacharya attacked chief minister mamata banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা সেরে কলকাতায় রওনা হতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভাট্টাচার্য। তিনি বলেন, "ওই সভাগুলি প্রশাসনিক সভা নয়, আসলে সরকারি খরচে দলীয় সভা হয়েছে।" তিনি আরও বলেন, "আমরা দেখা করতে সময় চেয়েছিলাম। সময় দেননি মুখ্যমন্ত্রী। তবে প্রশাসনিক বৈঠকে আমায় ডাকা হয়েছিল। কিন্তু সেখানে আলোচনার অবকাশ ছিল না।"