বিজেপির রিমোট দ্বারা পরিচালিত মিম, যেমন নাচাবে তেমন নাচবে : সিদ্দিকুল্লা - সিদ্দিকুল্লা চৌধুরি
"বাংলার মাটি ওই সব আগাছাদের মাটি নয় । নিরাপত্তা কে দেবে ? উড়ন্ত পাখিকে ভোট দেব নাকি আমার পাড়ায় যে পাখি বাসা করে রয়েছে তাকে দেব । যারা পঞ্চায়েতে জেতার ক্ষমতা রাখে না তারা বিধানসভা জেতার স্বপ্ন দেখে । তাদের রিমোট বিজেপির কাছে । যেমন নাচাবে তেমন নাচতে হবে । বিজেপির বড় বড় নেতারা বলছেন হায়দরাবাদের ওই নেতা আমাদের কাছে লক্ষ্মী । বিহারে আমরা ওই লক্ষ্মীকে কাছে পেয়েছি, বাংলায় ওই লক্ষ্মী আমাদের ভোটে সাহায্য করবে ।" মেদিনীপুরের গান্ধি মোড়ের একটি সভা থেকে আজ মিমকে এভাবেই কটাক্ষ করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি ।