পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"শুভেন্দুবাবুকে সিদ্ধান্ত নিতে হবে কালীঘাট প্রাইভেট লিমিটেডের গৃহভৃত্য থাকবেন না মানুষের সেবা করবেন" - TMC

By

Published : Nov 11, 2020, 4:40 PM IST

"কালীঘাট প্রাইভেট লিমিটেডে যদি কেউ কাজ করেন তাঁর মান সম্মান থাকে না । মান সম্মানটা ওখানে বিকিয়ে কাজ করতে হয়। শুভেন্দুবাবুকে সিদ্ধান্ত নিতে হবে কালীঘাট প্রাইভেট লিমিটেডের গৃহভৃত্য থাকবেন না সত্যিকারে পশ্চিমবঙ্গের মানুষের সেবা করবেন ? সেটা ওঁদের বিষয়, ওঁকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলার কাটমানি সরকার, দুর্নীতির সরকার ও অত্যাচারি সরকারকে ক্ষমতাচ্যুত করে কালীঘাট কম্পানিকে পরাস্ত করতে হবে। তাতে যাঁরা আসবেন, তাঁদের সবাইকে স্বাগত জানাই।" একটি পুরানো মামলায় কাঁথি মহাকুমা আদালতে হাজিরা দেওয়ার পর বলেন BJP নেতা সায়ন্তন বসু।

ABOUT THE AUTHOR

...view details