"শুভেন্দুবাবুকে সিদ্ধান্ত নিতে হবে কালীঘাট প্রাইভেট লিমিটেডের গৃহভৃত্য থাকবেন না মানুষের সেবা করবেন" - TMC
"কালীঘাট প্রাইভেট লিমিটেডে যদি কেউ কাজ করেন তাঁর মান সম্মান থাকে না । মান সম্মানটা ওখানে বিকিয়ে কাজ করতে হয়। শুভেন্দুবাবুকে সিদ্ধান্ত নিতে হবে কালীঘাট প্রাইভেট লিমিটেডের গৃহভৃত্য থাকবেন না সত্যিকারে পশ্চিমবঙ্গের মানুষের সেবা করবেন ? সেটা ওঁদের বিষয়, ওঁকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলার কাটমানি সরকার, দুর্নীতির সরকার ও অত্যাচারি সরকারকে ক্ষমতাচ্যুত করে কালীঘাট কম্পানিকে পরাস্ত করতে হবে। তাতে যাঁরা আসবেন, তাঁদের সবাইকে স্বাগত জানাই।" একটি পুরানো মামলায় কাঁথি মহাকুমা আদালতে হাজিরা দেওয়ার পর বলেন BJP নেতা সায়ন্তন বসু।