বিধানসভা থেকে খুলে ফেলা হল শুভেন্দু অধিকারীর নামের ফলক - শুভেন্দু অধিকারীর নামের ফলক খুলে ফেলা হলো
বিধানসভার মন্ত্রীদের করিডরের দ্বিতীয় ঘরটি ছিল শুভেন্দু অধিকারীর। আজ আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র অধ্যক্ষের কাছে দেওয়ার আগেই খুলে ফেলা হয় তাঁর নামের ফলক। তালা লাগিয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর ঘরটিতে। ইস্তফাপত্র গ্রহণের আগেই তড়িঘড়ি দেওয়াল থেকে মুছে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর নাম। বিধানসভায় শুভেন্দু অধিকারী একতলায় মিনিস্টার্স করিডরে বসতেন। পূর্ত দপ্তরের কর্মীরা আজ শুভেন্দু অধিকারী বিধানসভায় ঢোকার আগেই তাঁর নামের ফলক তুলে ফেলেন। আপাতত ওই ঘরটি ব্যবহার করা হবে না বলে জানা গিয়েছে। শুভেন্দু অধিকারী নিজেই পছন্দ করেছিলেন বিধানসভার এই কোণের ঘরটি। লম্বা করিডরের একদিকে মুখ্যমন্ত্রী বসেন। করিডরের অপর প্রান্তে বসতেন সদ্য প্রাক্তন পরিবহনমন্ত্রী। পাশেই বসেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অপর পাশে মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধানসভা সচিবালয় সূত্রে জানানো হয়েছে, ঘরটি অধ্যক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত আপাতত খোলা হবে না।