পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আমার মত ও পথ কী সেটা রাজনৈতিক মঞ্চে বলব : শুভেন্দু

By

Published : Nov 10, 2020, 5:40 PM IST

জল্পনা উস্কেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন শুভেন্দু অধিকারী ৷ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মঞ্চে তিনি বলেন, "সংবাদমাধ্যমের লোকেরা, রাজনৈতিক বিশ্লেষকেরা অপেক্ষা করে আছেন, শুভেন্দু অধিকারী কী করবেন । তাঁদের বলি, আমি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে রাজনীতির কথা বলব। আমার মত কী, পথ কী, আমার চলার পথ কোথায় স্বাচ্ছন্দ্য, কোথায় গর্তে ভরা, কোথায় আমি হোঁচট খাচ্ছি, কোন রাস্তা দিয়ে সহজে স্বাভাবিকভাবে হাঁটতে পারব, পায়ে হোঁচট খাব না- সেটা আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে বলব । এই প্ল্যাটফর্মে আমি বলব না । এই পবিত্র প্ল্যাটফর্মে আমি রাজনীতি করি না ।’’

ABOUT THE AUTHOR

...view details