শালিমারে প্রোমোটার খুনের প্রতিবাদে বাইকে আগুন-দোকান ভাঙচুর - শুটআউটে তৃণমূল কর্মীর মৃত্যু
শালিমার স্টেশনের বাইরে গুলি । স্টেশনের তিন নম্বর গেটের বাইরে গুলি চলে । গুলিতে ধর্মেন্দর সিং নামে এক প্রোমোটারের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় শিবপুর এলাকা । রাস্তায় বাইক ফেলে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানে ।
Last Updated : Dec 29, 2020, 9:09 PM IST