পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fire: আসানসোলে মহিলা রেলকর্মীর বাড়িতে দুষ্কৃতীদের গুলি, আতঙ্ক - আসানসোলে মহিলা রেলকর্মীর বাড়িতে দুষ্কৃতীদের গুলি

By

Published : Nov 19, 2021, 7:19 PM IST

মহিলা রেলকর্মীর বাড়িতে চড়াও হয়ে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের চিত্তরঞ্জনের 33এ স্ট্রিটের সেভেন ডি আবাসনে ৷ দুষ্কৃতীরা সঙ্গীতা ভদ্র নামে ওই রেলকর্মীর নাম ধরে ডাকাডাকি করে বলেও পুলিশে করা অভিযোগে জানানো হয়েছে ৷ ঘটনায় সঙ্গীতা ভদ্রের কিছু না হলেও, তাঁর আবাসনের বাইরে থাকা একটি সারমেয়কে দুষ্কৃতীরা গুলি করে মেরে ফেলে বলে অভিযোগ ৷ গুলির শব্দ পেয়ে জানালা খুলতেই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বন্দুক উঁচিয়ে ধরে বলে অভিযোগ ৷ এর পরেই তিনি জানালা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে যান ৷ এর পর তিনি চিৎকার শুরু করতেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় ৷ কী কারণে এই হামলা তা জানা যায়নি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details