পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Shiv Linga Found in a Home : গৃহস্থের উঠোনে শিবলিঙ্গ, চাঞ্চল্য শান্তিপুরে - santipur news

By

Published : Dec 30, 2021, 5:33 PM IST

Updated : Dec 30, 2021, 5:45 PM IST

গৃহস্থের বাড়ির উঠোনে পাওয়া গেল শিবলিঙ্গ (Shiv Linga Found in a Home) ৷ যা নিয়ে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায় । ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিশ্ব সুখপল্লী ও হরিপুর অঞ্চলের নীলকুঠির মধ্যস্তর এলাকায় । বৃহস্পতিবার সকালে ওই এলাকার একটি গৃহস্থ বাড়ির উঠোনে শিবলিঙ্গ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা ৷ খবর ছড়াতেই আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় করেন শিবলিঙ্গটি দেখার জন্য । ওই গৃহস্থ বাড়ির লোকজন বাংলাদেশের কোনও একটা আত্মীয়ের বাড়িতে গিয়ে লকডাউনের কারণে বাড়িতে ফিরতে না পারায় বর্তমানে ওই বাড়িটিতে কেউ থাকেন না ৷ স্থানীয়দের দাবি, গভীর রাতে কে বা কারা ওই শিবলিঙ্গটি মাটি খুঁড়ে রেখে গিয়েছে ৷ কিন্তু কারা এই কাজ করেছে তা এখনো পর্যন্ত জানতে পারিনি এলাকার লোকজন।
Last Updated : Dec 30, 2021, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details