শুভেন্দু দলে নেই এমনটা ভাবছেন কেন ? প্রশ্ন শিশির অধিকারীর - শুভেন্দু অধিকারীকে ঘিরে রাজনৈতিক জল্পনা
তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে জল্পনা চলছেই । এরই মাঝে ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন সুকৌশলে এড়িয়ে গেলেন শিশির অধিকারী । তবে শুভেন্দুবাবু যে এখনও তৃণমূলেই রয়েছেন সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "উনি দলের রাজ্য কমিটিতে রয়েছেন । সেই সঙ্গে রাজ্য মন্ত্রিসভার একজন দায়িত্বশীল সদস্য । উনি দলের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি । নেত্রীর বিরুদ্ধেও কোনও কথা বলেননি । তাই উনি দলে নেই এমনটা ভাবছেন কেন ?"