'ছত্রাক'-র আদলে মণ্ডপ শিবপুর নবারুণ সংঘের - হাওড়া পুজো 2019
শিবপুর নবারুণ সংঘের ভাবনা, 'যে সয় সে রয়' ৷ তাদের পুজো মণ্ডপ সেজে উঠেছে 'ছত্রাক'-এর আদলে ৷ পুজোমণ্ডপের গায়েও 'ছত্রাক' ৷ এই লক্ষাধিক বছরে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে উদ্ভিদ শ্রেণির সবচেয়ে ছোটো উদ্ভিদ ছত্রাক। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইকে যদি প্রচলিত কোনও প্রবাদ দিয়ে ব্যাখ্যা করতে হয় তবে তা অবশ্যই যে সয় সে রয় ।