পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"আর জি কর-এর লজ্জা", শান্তনুকে ঘিরে স্লোগান জুনিয়র ডাক্তারদের - shantanu sen

By

Published : Jun 16, 2019, 3:06 AM IST

Updated : Jun 16, 2019, 3:25 AM IST

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যজুড়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা মেটাতে আসরে নেমেছিলেন IMA (ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন)-র সর্বভারতীয় সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন । কিন্তু জট কাটানোর বদলে মুখ্যমন্ত্রীর "বহিরাগত" তত্ত্বকে সমর্থন করেন তিনি । এর জেরে বিতর্ক বাড়ে । শনিবার রাতে তাঁকে ঘিরে আর জি কর মেডিকেল কলেজে তুমুল বিক্ষোভ হয় । আন্দোলনকারী ডাক্তাররা শান্তুনুবাবুকে ঘিরে স্লোগান দেন । তাঁকে "আর জি কর-এর লজ্জা" বলে স্লোগান দেওয়া হয় ।
Last Updated : Jun 16, 2019, 3:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details