চারিদিকে থইথই জল, চরম ভোগান্তিতে রায়গঞ্জের বিস্তীর্ণ অংশের মানুষ - উত্তর দিনাজপুরের খবর
লাগাতার বৃষ্টিতে রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় নাগর নদীর জল ঢুকে পড়েছে । একের পর এক গ্রাম জলমগ্ন হয়ে গেছে । এমনকী রাস্তাঘাটের উপর দিয়েও বইছে জল । গ্রামের উপর দিয়ে শত শত মানুষের চলাফেরার জন্য তৈরি করা সেতু ডুবে গেছে নদীর জলে । সেতুর উপর দিয়েই চলছে নৌকা ।