কংসাবতীর জলের তোড়ে ভাসল বাঁশের সাঁকো, দেখুন ভিডিয়ো... - জলের তোড়ে ভেসে গেল বাঁশের সাঁকো
কংসাবতী নদীর জলের তোড়ে ভেসে গেল বাঁশের সাঁকো । সোমবার দুপুর নাগাদ পাঁশকুড়ার ডোমঘাটের এই সাঁকো ভেসে যাওয়ার ফলে পাঁশকুড়া পৌরসভার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল চৈতন্যপুর 1, 2 ও হাউর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার। যদিও সাঁকো ভেসে যাওয়ার সময় কেউ পারাপার না করায় কোনও বিপত্তি ঘটেনি । প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের লাগাতার বৃষ্টির জেরে কংসাবতী নদীতে এমনিতেই জলস্তর বেড়েছিল। তার উপর ধাপে ধাপে মুকুটমণিপুর জলাধার থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয় সম্প্রতি। আর তাতেই কংসাবতী নদী ফুলেফেঁপে উঠেছে। এখনও বিপদসীমা অতিক্রম না করলেও নদীতে জল বাড়াই নদীবাঁধ সংলগ্ন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। এমন পরিস্থিতিতে শনিবার দুপুর নাগাদ জলের তোড়ে ভেসে যায় ডোমঘাটের বাঁশের সাঁকো। গুরুত্বপূর্ণ এই সাঁকো ভেঙে যাওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছেন বেগুনবাড়ি , সেরাটি, খিরাই, গুমাই , হাউর , আমদানসহ একাধিক গ্রামের বাসিন্দা।